আবু সাঈদ - ফরিদাবাদ মাদরাসা
প্রশ্ন
আমরা জানি দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নত। কিন্তু কেউ কেউ বলেন, সুন্নত নয়; আদব। অতএব দলিল-প্রমাণসহ বিষয়টি জানিয়ে আমাদের এই ইখতিলাফের অগ্নিশিখা নিভিয়ে দেওয়ার আকুল আবেদন রইল।
উত্তর
প্রিয় ভাই! এই ছোট্ট ইখতিলাফের কারণে যদি আগুন লেগে যায় এবং এর সমাধান না হওয়া পর্যন্ত তা না নিভে তাহলে তো দুনিয়ায় আপনি কোনো আলিম ও তালিবে ইলমকে জীবিত দেখতেন না।অনেক আগেই তারা ভস্মিভূত হয়ে যেতেন। দাওরায়ে হাদীসের সবকে শত শত মাসআলায় ইখতিলাফের আলোচনা করা হয় এবং এসবের কোনো সুনিশ্চিত সমাধান আলোচনা করা ছাড়াই বছর শেষহয়ে যায়। এরপরও তো কোনো ঝগড়া-বিবাদ হয় না। আবার কোনো হট্টগোলও থাকে না।
আদব হোক বা সুন্নত-মূলকথা হল দস্তরখানা ব্যবহার করাই কাম্য। আর আমল করার জন্য তো এটুকুই যথেষ্ট। আপনি যখন হাদীস, সীরাত, ইতিহাস, ভাষা ও ইসলামী শিষ্টাচার বিষয়ক কিতাবপত্রঅধ্যয়ন করবেন তখন নিজেই এর তাহকীক করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে তাওফীক দান কর"ন।
আপনাকে এ কথাও বলে রাখি, এ মাসআলায় আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। আমি আকাবিরের তরীকা অনুযায়ী আমল করে থাকি। এ মাসআলা সম্পর্কে আমার পূর্ণ ও প্রমাণনির্ভর কোনোতাহকীকও নেই। আপনার কাছে কোনো আলিমের কোনো তাহকীক থাকলে আমাকে জানাতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আমীন।