জুমাদাল আখিরাহ ১৪৩৩ || মে-২০১২

মুহাম্মাদ লোকমান - সদর, নোয়াখালী

প্রশ্ন

আমি শরহে বেকায়া জামাতের একজন ছাত্র। হেদায়াতুন্নাহব থেকে লেখাপড়া ভালোভাবে না করায় এখন কিতাব বুঝতে হিমশিম খাচ্ছি। ইবারত পড়াও দুষ্কর লাগছে। তাই ভাবছিলাম, আলিয়ায় গিয়ে ভর্তি হব। কিন্তু আমার একজন শ্রদ্ধেয় উস্তাদ আমাকে বললেন আগামী বছর নাহু-ছরফ মাদরাসায় গিয়ে ভর্তি হতে। এখন জানতে ইচ্ছুক আগামী বছর আমি কি নাহু-সরফ মাদরাসায় গিয়ে ভর্তি হব, না এখন থেকে রমযান মাস পর্যন্ত সময়কে গনীমত মনে করে কাজে লাগানোর চেষ্টা করব। কিভাবে কাজে লাগালে আমার সমস্যা দূর হবে অর্থাৎ শুদ্ধভাবে ইবারত পড়তে পারব এবং কিতাব বুঝতে সক্ষম হব দয়া করে জানিয়ে উপকৃত করবেন।


উত্তর

এজন্য আলিয়ায় ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মনোবলআরো দৃঢ় করুন এবং অনতিবিলম্বে সহীহ তরীকায় মেহনত শুরু করুন। ইনশাআল্লাহআপনার দুর্বলতা অবশ্যই দূর হবে। সংক্ষেপে বলা যায়আপনি প্রথমে নিসাবেরকিতাবগুলো থেকে কিছু ইবারত আপনার কোনো উস্তাযকে শুনিয়ে সুনির্দিষ্টভাবে জেনেনিনইবারত না বুঝার ক্ষেত্রে আপনার দুর্বলতা কোন জায়গায় এবং তা কী ধরনের?এরপর তা দূর করার জন্য দৈনিক কিছু সময় ব্যয় করুন। এক্ষেত্রে আপনার করণীয় কী তাআপনার উস্তাযের কাছ থেকে জেনে নিন অথবা ‘তালেবানে ইলম : পথ  পাথেয়’ থেকেসংশ্লিষ্ট পরামর্শগুলো দেখে নিন। কোনো মুরবিবর তত্ত্বাবধানে দৈনিক একটু একটু করেমেহনত চালিয়ে যাওয়াই আপনার সমস্যার সমাধান। আল্লাহ আপনাকে সাহায্য করুন এবংতাওফীক নসীব করুন। আমীন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন