শাওয়াল ১৪৩০ || অক্টোবর ২০০৯

একজন ছাত্র -

প্রশ্ন

হযরতের কাছে একটু দুআ চাচ্ছি আর নিম্নোক্ত তিনটি বিষয়ের যেসব কিতাব বাজারে পাওয়া যাবে তার শুধু নামগুলো লিখে দেওয়ার আবেদন করছি। চাই তা মুস-াকিল কিতাব হোক অথবা কোনো তাফসীরের কিতাব হোক। ‘আততারীখুল ইসলামী’, ‘ই’রাবুল কুরআন’, ‘মুফরাদাতুল কুরআন’।

উত্তর

আল্লাহ তাআলা আপনার দুআ কবুল করুন। আমার জন্য, আপনার জন্য এবং সকলের জন্য। আমীন। কিছু কিতাবের নাম উল্লেখ করা হল। ক. মুফরাদাতুল কুরআন ১. আলমুফরাদাত ফী গরীবিল কুরআন, রাগিব আসফাহানী (৫০২ হিজরী) ২. আলগরীবাইন, আবু উবাইদ আলহারাভী (৪০১ হিজরী) ৩. মাআনিল কুরআনি ওয়া ই’রাবুহ্, আবু ইসহাক আযযাজ্জাজ (৩১১ হিজরী) ৪. মা‘আনিল কুরআন, আবু যাকারিয়্যা আলফাররা (২০৭ হিজরী) ৫. তাফসীরু গরীবুল কুর‘আনিল আযীম, আবু আবদুল্লাহ আররাযী (৬৬৬ হিজরী) (ইনি ফখরুদ্দীন আররাযী নন।) ৬. কালিমাতুল কুরআন, হাসানাইন মুহাম্মাদ মাখলূফ (১৪১০ হিজরী) ৭. লুগাতুল কুরআন (উর্দূ) হযরত মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদ নু’মানী রাহ. (শেষ দুই পারা মাওলানা সাইয়েদ আবদুল দা-ইম জালানী করেছেন।) খ. ই’রাবুল কুরআন ১. মুশকিলু ই’রাবিল কুরআন ২. ই’রাবু ছালাছীনা সূরাতাম মিনাল কুরআনিল কারীম, ইবনে খালূয়াহ (৩৭০ হিজরী) ৩. ইমলাউ মা মান্না বিহির রাহমান, আবুল বাকা আলউকবারী (৬১৬ হিজরী) ৪. আদ্দুররুল মাসূন ফী উলূমিল কিতাবিল মাকনূন, আসসামীন আলহালাবী (৭৫৬ হিজরী) ৫. ই’রাবুল কুরআন ওয়া বয়ানুহু ওয়া ছরফুহ, মাহমুদ সাফী ৬. আল জাদওয়াল ফী ই’রাবি কিতাবিল্লাহিল মুরাততাল ৭. ই’রাবুল কুরআন, মুহিউদ্দীন আদদারবেশ গ. আততারীখুল ইলামী ১. তারীখুল ইসলাম, শামসুদ্দীন যাহাবী (৭৪৮ হিজরী) ২. আলবিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাছীর আদদিমাশকী (৭৭৪ হিজরী) ৩.ইরবাউল গুম্র ফী আম্বাইল উম্র, ইবনে হাজার আসকালানী (৮৫২ হিজরী) ৪. শাযারাতুয যাহাব, ইবনুল ইমাদ আল হাম্বলী ( ১০৮৯) ৫. তারীখে মিল্লাত ৬. আখতাউন ইয়াজিবু আন তুসাহহাহা ফিততারীখ, জামাল আবদুল হাদী ও ওয়াফা মুহাম্মাদ রিফআত। ৭. তারীখে দাওয়াত ওয়া আযীমত, মাওলানা আবুল হাসান আলী নাদাভী।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন