আমি এক মাদরাসার মুদাররিস। আমার যিম্মায় তারজামাতু মাআনিল কুরআনের দরস আছে। প্রায়ই বিভিন্ন আয়াতের তারকীব, শানে নুযূল এবং কখনো আয়াতের ‘ইবারতুন নস’ জানার প্রয়োজন হয়। এর জন্য প্রাথমিকভাবে কোন্ কোন্ কিতাব থেকে সহযোগিতা নিতে পারি? মেহেরবানি করে জানালে কৃতজ্ঞ হব। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন।
তারকীবের জন্য আপনি শিহাবুদ্দীন আবুল আব্বাস ছামীন আলহালাবী রাহ. (৭৫৬হি.)-এর
الدُّرُّ المَصُون في علوم الكتاب المكنون.
কিতাবটি মুতালাআয় রাখুন। এছাড়া আবুল বাকা উকবারী রাহ.-এর التبيان في إعراب القرآن (যা إملاء ما من به الرحمن নামেও ছেপেছে) এবং শায়েখ মুহিউদ্দীন আদ-দারবেশ কৃত إعراب القرآن الكريم وبيانه-ও মুরাজাআত করতে পারেন।
إعراب القرآن বিষয়ে প্রয়োজনীয় কিছু মৌলিক উসূল নিয়ে শায়েখ ইউসুফ বিন খালাফ আলঈসাভী علم إعراب القرآن: تأصيل وبيان কিতাবে আলোচনা করেছেন, সেগুলো আপনি পড়ে নিতে পারেন।
শানে নুযুলের জন্য তাফসীরে ইবনে কাসীর মুরাজাআতের পাশাপাশি হাফেয ইবনে হাজার রাহ.-এর العُجاب في بيان الأسباب মুতালাআ করুন। তবে এটি যেহেতু পূর্ণাঙ্গ নয়, তাই আপনি ‘দারু ইবনিল জাওযী’ থেকে প্রকাশিত শায়খ সালীম বিন ঈদ আলহিলালী ও শায়খ মুহাম্মাদ বিন মূসা আলু নাসর কৃত الاستيعاب في بيان الأسباب মুতালাআ করতে পারেন।
এ কিতাব সম্পর্কে এবং শানে নুযূল সংক্রান্ত আরো কিছু বিষয়ে মাসিক আলকাউসারের এই বিভাগে বিগত ১৪৩১ হিজরীর যিলকদ (নভেম্বর ২০১০) সংখ্যায় কিছু কথা আরয করা হয়েছে। ওই কথাগুলোও দেখে নিতে পারেন।
তারজামাতু মাআনিল কুরআনের তালিবে ইলমদের জন্য কুরআনে কারীমের ‘ইবারতুন নস’ জানা অতীব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিম্মোক্ত কয়েকটি কিতাব থেকে সহযোগিতা নিতে পারেন।
তাফসীরে উসমানী, শাইখুল ইসলাম হযরত মাওলানা শাব্বীর আহমাদ উসমানী রাহ.।
হেদায়াতুল কুরআন, মুফতী সাঈদ আহমদ পালনপুরী রাহ.।
মাআরিফুল কুরআন, মুফতী মুহাম্মাদ শফী রাহ.।
তাইসীরুল কারীমির রাহমান ফী তাফসীরি কালামিল মান্নান, শায়েখ আবদুর রহমান বিন নাসির আস সা‘দী রাহ. (১৩৭৬)।
এছাড়া আপনি হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর قرآنی افادات এবং হযরত মাওলানা মানযুর নুমানী রাহ.-এর درس قرآن ও قرآن آپ سے کیا کہتا ہے মুতালাআ করে নিতে পারেন।