- আপনার একান্ত ব্যক্তিগত মাসআলা সরাসরি দারুল ইফতায় এসে অথবা নির্ধারিত সময়ে ফোন করে জেনে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- আমাদের লোকবলের তুলনায় প্রশ্নের সংখ্যা অনেক বেশি থাকে তাই আপনার উত্তরের জন্য দয়া করে ধৈর্যের সাথে অপেক্ষা করুন।
- আপনার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি জানা প্রয়োজন হলে সরাসরি দারুল ইফতায় যোগাযোগ করুন।
- আপনার পাঠানো প্রশ্নের উত্তরটি আপনার ব্যবহৃত ই-মেইল আইডিতে পাঠানো হবে। তবে প্রশ্নভেদে কোনো কোনোটির উত্তর মাসিক আলকাউসারেও ছাপা হতে পারে।
- প্রশ্ন পাঠানোর পর বারবার তাগাদা দেওয়ার বদলে আলকাউসারের পরবর্তী সংখ্যাগুলো নিয়মিত পড়তে থাকুন এবং নিজের মেইলের প্রতি লক্ষ্য রাখুন।
- মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর ফতোয়া বিভাগের সীলমোহর ও দায়িত্বশীলগণের স্বাক্ষর সংবলিত আনুষ্ঠানিক ফতোয়ার জন্য সংশ্লিষ্ট ফতোয়া বিভাগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতঃ সরাসরি যোগাযোগ করা যেতে পারে।
- এ প্রক্রিয়ায় শুধু ঐ সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হয়, যেগুলোর উত্তরের জন্য প্রশ্নের বেশি ব্যাখ্যার প্রয়োজন পড়ে না এবং যেগুলো ব্যক্তি পর্যায়ের। যে প্রশ্নের জবাবের জন্য বিশদ বিবরণের প্রয়োজন হয় অথবা প্রশ্নকারী বা সংশ্লিষ্টদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে এবং যে সকল বিষয় জাতীয় ও ব্যাপক পর্যায়ের সেগুলোর জবাব এ সংক্ষিপ্ত আয়োজনে সাধারণত দেওয়া হয় না। এমন প্রশ্নের জবাব প্রয়োজন হলে সরাসরি ফতোয়া বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
এছাড়াও মৌখিকভাবে মাসআলা জানার জন্য নির্ধারিত সময়ের প্রতি লক্ষ্য রেখে নিম্নবর্ণিত নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
১। মাওলানা আনওয়ার হুসাইন
সময় : সকাল ১০টা থেকে ১১ টা
মোবাইল : ০১৯১৫-৪৮২৯৩৩
২। মাওলানা মুহাম্মাদ ফয়যুল্লাহ
সময় : দুপুর ৩টা থেকে ৪টা
মোবাইল : ০১৭২৩-৮৫৪১৮০।