জুমাদাল উলা ১৪৩৪ || মার্চ ২০১৩

ইসমাঈল হুসাইন - মাগুরা

২৭৭৬. প্রশ্ন

 

ঈদগাহের মাঠে খেলাধুলা, পিটি ইত্যাদির হুকুম কী?

 

উত্তর

ঈদগাহ যদি ওয়াকফিয়া হয় তাহলে তার যথাযথ মর্যাদা ও সম্মান রক্ষা করা জরুরি। তাতে খেলাধুলা ও পিটি ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে। কেননা ঈদগাহের ওয়াকফ মূলত নামাযের জন্যই করা হয়।। তাই এতে প্রশ্নোক্ত কাজগুলো করা একে তো ওয়াকফের উদ্দেশ্যের পরিপন্থী, দ্বিতীয়ত এগুলো ঈদগাহের আদবেরও পরিপন্থী।

-ফাতাওয়া খানিয়া ৩/২৯১; ফাতাওয়ান নাওয়াযিল ৩৫; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৬৩; আলবাহরুর রায়েক ২/৩৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন