যিলহজ্ব ১৪৩৩ || নভেম্বর ২০১২

মুহাম্মাদ আবদুর রব - মাদারীপুর

২৬৯৪. প্রশ্ন

খালা শাশুড়ির সাথে দেখা-সাক্ষাত করা জায়েয আছে কি না?


উত্তর

খালা শাশুড়ি মাহরাম নয়। তার সাথে পর্দা করা জরুরি। দেখা-সাক্ষাত করা জায়েয় নয়।

-সহীহ বুখারী ২/৭৬৬; আলবাহরুর রায়েক ৩/৯৭; বাদায়েউস সানায়ে ২/৫৩৯; ফাতহুল কাদীর ৩/১২৪; আদ্দুররুল মুখতার ৩/৩৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন