রজব-১৪৩৩ || জুন-২০১২

মুহাম্মাদ মাহবুবুর রশীদ - ৩৬ পূর্ব কাজিপাড়া, মিরপুর, ঢাকা

২৬০২. প্রশ্ন

ব্যবসা করার জন্য যে মাল ক্রয় করা হয় তার যাকাত দিতে হবে কি না? ক্রয়কৃত মাল সারা বছরব্যাপী মজুত থাকবে না। তবে সারা বছরব্যাপী মাল ক্রয়-বিক্রয় চলতে থাকবে।


উত্তর

ব্যবসাপণ্য যাকাতযোগ্য সম্পদ। ব্যবসায়ীর যে দিন যাকাত-বর্ষ পূর্ণ হবে সেদিন তার নিকট বিক্রয়েরজন্য যেসব মালামাল থাকবে সেগুলোর মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। বছরের মাঝে মালামালকমবেশি যাই থাকুক তা ধর্তব্য নয়।

-মুখতাছারুত তাহাবী ৫০; রদ্দুল মুহতার ২/৩০২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন