শাওয়াল ১৪৪৬ || এপ্রিল ২০২৫

নূর উদ্দীন - যশোর

৬৭১৩. প্রশ্ন

হুজুর, আমি আমার এক আত্মীয় থেকে মুদারাবা চুক্তিকে এক লক্ষ টাকা নিয়েছি চুক্তির সময় নির্দিষ্ট কোনো ব্যবসার শর্ত করা হয়নি বর্তমানে শাকসবজির দাম অনেক বেশি আমারও চাষের অভিজ্ঞতা আছে তাই আমি এই টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে সবজি চাষ করতে চাচ্ছি

প্রশ্ন হল, মুদারাবা চুক্তিতে টাকা নিয়ে ব্যবসা না করে জমি ভাড়া নিয়ে চাষাবাদ করা কি বৈধ হবে?

উত্তর

হাঁ, এক্ষেত্রে জমি ভাড়া নিয়ে ব্যবসার উদ্দেশ্যে চাষাবাদ করাও আপনার জন্য বৈধ হবে কেননা, জমি ভাড়া নিয়ে ফসল উৎপাদন করে লাভবান হওয়াও ব্যবসার একটি প্রকার পুঁজিদাতার পক্ষ থেকে যদি এ ধরনের কারবার করতে কোনো বাধা না থাকে, তাহলে মুদারিবের জন্য জমি ভাড়া নিয়ে তাতে চাষাবাদ করে উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করে তা ভাগাভাগি করে নেওয়ার সুযোগ রয়েছে

* كتاب >الأصل< للشيباني /১৯২ : وإذا دفع الرجل إلى الرجل مالا مضاربة وأمره أن يعمل فيه برأيه أو لم يأمره بشيء من ذلك، فأخذ المضارب المال واستأجر ببعضه أرضا بيضاء، ثم اشترى ببعض المال المضاربة طعاما أو شعيرا فزرعه في الأرض، فربح أو وضع، فإن هذا جائز، وهو على المضاربة، وهذا عندنا بمنزلة التجارة.

বাদায়েউস সানায়ে ৫/১২২; আলমুহীতুল বুরহানী ১৮/১৫৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/১৯৩; আদ্দুররুল মুখতার ৫/৬৪৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন