শাওয়াল ১৪৪৬ || এপ্রিল ২০২৫

আফফান মুহাম্মদ - নারায়ণগঞ্জ ঢাকা

৬৭০৯. প্রশ্ন

এবার হজ্বের সময় তাওয়াফে যিয়ারতের পর সায়ী করি কিন্তু তাওয়াফের প্রথম চক্করে রমল করতে ভুলে যাই স্মরণ হওয়ার পর শুধু দ্বিতীয় ও তৃতীয় চক্করে রমল করি জানার বিষয় হলপ্রথম চক্করে রমল না করার কারণে কি আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

আর ভুলক্রমে প্রথম চক্করে রমল ছেড়ে দিলে এরপর অবশিষ্ট দুই চক্করেই শুধু রমল করবে, নাকি চতুর্থ চক্করে রমল করে রমলের তিন চক্কর পূর্ণ করবে?

উত্তর

না, প্রশ্নোক্ত ভুলের কারণে আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি তবে উক্ত তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা সুন্নত শরীয়তসম্মত ওযর ছাড়া তা ছাড়া যাবে না অবশ্য ভুলে না করে থাকলে তাতে অসুবিধা নেই  আর প্রথম চক্করে রমল ছেড়ে দিলেও শুধু পরবর্তী দুই চক্করেই রমল করবে তৃতীয় চক্কর পূর্ণ করার জন্য চতুর্থ চক্করে রমল করবে না রমলের কোনো কাযা নেই

* >المبسوط< للسرخسي /৪৬ : وترك الرمل في طواف الحج والعمرة، والسعي في بطن الوادي بين الصفا والمروة، لا يوجب عليه شيئا، غير أنه مسيء إذا كان لغير عذر.

وفيه أيضا /৪৯ : وإن مشى في الثلاثة الأول أو في بعضها ثم ذكر ذلك، لم يرمل فيما بقي؛ لأن الرمل في الأشواط الثلاثة سنة، فإذا فاتت من موضعها لا تقضى.

খিযানাতুল আকমাল ১/৩৩৫, ৩৩৬; আলবাহরুল আমীক ২/১১৬০, ১১৬৬; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৬; মানাসিকে মোল্লা আলী আলকারী ১৩৩, ১৬৭; রদ্দুল মুহতার ২/৪৯৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন