শাওয়াল ১৪৪৬ || এপ্রিল ২০২৫

আরীফুল ইসলাম - চাপাইনবাবগঞ্জ

৬৭০২. প্রশ্ন

এই রমযানের শেষের দিকে আমি জ্বরে আক্রান্ত হয়ে পড়ি তবে আল্লাহর রহমতে সবগুলো রোযাই রাখতে পেরেছি শুধু একদিন বিকালের দিকে জ্বর একটু বেড়ে গেলে ডাক্তারের নির্দেশে সাপোজিটরি (ংঁঢ়ঢ়ড়ংরঃধৎু) নিতে হয় প্রশ্ন হল, এ কারণে কি সেদিনের রোযা ভেঙে গিয়েছিল?

উত্তর

আপনার ঐ দিনের রোযা আদায় হয়নি কেননা মলদ্বারের ভেতর কোনো ওষুধ ব্যবহার করলে রোযা ভেঙে যায় তাই সেদিনের রোযাটি আপনাকে কাযা করে নিতে হবে তবে এ কারণে কোনো কাফ্ফারা আদায় করতে হবে না

* >وثائق النوازل< /৫২৮ (قرار مجمع الفقه الإسلامي بالهند): يفسد الصوم إذا وصل الدواء إلى موضع الحقنة (الجزء الأخير لأنبوبة إخراج فضلات الجسم حيث يبتدئ المعى الكبير)، سواء أكان الدواء سائلا أو غير سائل.

খিযানাতুল আকমাল ১/২৯৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন