শাওয়াল ১৪৪৬ || এপ্রিল ২০২৫

আহমাদ - ঝিনাইদহ

৬৬৯৮. প্রশ্ন

মাঝেমধ্যে এমন হয় যে, ওযু করে এসে দেখি, মসজিদে জামাত শুরু হয়ে গেছে রাকাত ছুটে যাওয়ার ভয়ে পাঞ্জাবির হাতা কনুইয়ের নিচে না নামিয়েই জামাতে শরিক হয়ে যাই

জানার বিষয় হল, হাতা গুটিয়ে রাখার কারণে কি নামাযে কোনো অসুবিধা হবে? এক্ষেত্রে হাতা ওভাবে রেখে দেওয়াই উত্তম, নাকি নামিয়ে নেওয়া উত্তম?

উত্তর

জামার হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নামায পড়া মাকরূহ তাই হাতা গোটানো থাকলে নামাযের আগেই তা নামিয়ে নেবে কেউ যদি হাতা গোটানো অবস্থায় নামায শুরু করে দেয়, তাহলে নামাযের ভেতরই অল্প অল্প করে হাতা নামিয়ে নেবে

* >فتاوى قاضيخان< /১৩৫ : ولو صلى رافعا كميه إلى المرفقين كره.

সহীহ বুখারী, হাদীস ৮১০; উমদাতুল কারী ৬/৯১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১; আলমুলতাকাত, পৃ. ৫২; ফাতহুল কাদীর ১/৩৫৯; হালবাতুল মুজাল্লী ২/২৮৭; আদ্দুররুল মুখতার ১/৬৪০;

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন