রমযান ১৪৪৬ || মার্চ ২০২৫

আবদুল আহাদ - বেগমগঞ্জ, নোয়াখালী

৬৬৮৯. প্রশ্ন

আমার আম্মা এলাকার এক মহিলা থেকে বিশেষ প্রয়োজনে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছেন এবং তার কাছে কিছু স্বর্ণালংকার বন্ধক রেখেছেন। কিন্তু তিনি কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে স্বর্ণালংকারগুলো ঐ মহিলা থেকে নিয়ে ব্যবহার করেন।

এখন জানার বিষয় হল, আমার আম্মার জন্য কি বন্ধকি অলংকার বন্ধকগ্রহীতা থেকে নিয়ে ব্যবহার করা জায়েয হবে? এতে কি শরয়ী দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা আছে? আর এ বন্ধকি জিনিস ব্যবহারের সময় হারিয়ে গেলে এর দায়ভার কার ওপর থাকবে?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আম্মা বন্ধকগ্রহীতার অনুমতিক্রমে তার থেকে বন্ধকি অলংকারগুলো এনে ব্যবহার করতে পারবেন। এতে অসুবিধা নেই। তবে বন্ধকি অলংকারগুলো ব্যবহারের জন্য আনার পর পুনরায় বন্ধকগ্রহীতার নিকট ফেরত দেওয়া পর্যন্ত অলংকারগুলোর দায়ভার আপনার আম্মার ওপর থাকবে। সুতরাং মাঝের এ সময়ে আপনার আম্মার নিকট অলংকারগুলো থাকাবস্থায় তা হারিয়ে গেলে কিংবা এর কোনো ক্ষতি হলে এর দায় ও ক্ষতি বন্ধকগ্রহীতার ওপর বর্তাবে না। তাই এ কারণে তার ঋণ থেকে কোনো কিছুই কর্তন করা যাবে না; বরং সে পূর্ণ ঋণই ফেরত পাবে।

* >الفتاوى الولوالجية< ৫/৬৯ : ولو أعار الراهن من المرتهن أو المرتهن من الراهن لا يبطل الرهن؛ لأن حق المرتهن حق لازم، فلا يبطل إلا بإبطاله، وإذا أعار الرهن من الراهن خرج من ضمانه؛ لأن يد الراهن على الرهن يد نفسه.

আলমাবসূত, সারাখসী ২১/১০৬, ১০৮; তাবয়ীনুল হাকায়েক ৭/১৮৭; রদ্দুল মুহতার ৬/৫১১; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ ৭৪৯; শরহুল মাজাল্লাহ, আতাসী ৩/১৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন