শাওয়াল-১৪৩২ || সেপ্টেম্বর-২০১১

মুহাম্মাদ হাবীবুর রহমান - মানিকগঞ্জ

২২৮৮. প্রশ্ন

আমার এক চাচাতো বোন বলেছে যে, ঘরে মাহরামের সামনে নাকি ওড়না পরতে হয় না। তার এ কথা কি ঠিক? মাহরামের সামনে কোন অঙ্গগুলো খোলা রাখা যায়?

উত্তর

মাহরাম পুরুষের জন্য মহিলার মাথা, চেহারা, হাত, গলদেশ ও হাঁটুর নিচের অংশ সতর নয়। তবে তাদের সামনেও যতটুকু সম্ভব আবৃত থাকাই উত্তম। বিশিষ্ট তাবেয়ী হাসান বসরী বলেছেন, নিজ ভাইয়ের সামনেও নারীর ওড়না ছাড়া থাকা উচিত নয়। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৯/৩৭৩)

প্রখ্যাত তাবেয়ী আতা ইবনে আবী রাবাহ রাহ. বলেছেন, মাহরাম পুরুষের সামনে মেয়েদের মাথা ঢেকে রাখাই আমার কাছে অধিক পছন্দনীয়। অবশ্য মাহরাম তা দেখে ফেললে গুনাহ হবে না।

প্রাগুক্ত, কিতাবুল আসল ৩/৪৮; বাদায়েউস সানায়ে ৪/২৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন