রমযান ১৪৪৬ || মার্চ ২০২৫

জুনায়েদ - নাঙলকোট

৬৬৮৪. প্রশ্ন

আমার ছোট ফুফুর বিবাহের দুই বছর পর তার স্বামী তালাক দিয়ে দেয়। বিচ্ছেদের সময় তার এক বছরের একটি ছেলে সন্তান ছিল। তালাকের ইদ্দতের শেষে আরেকজনের সাথে তার বিবাহ হয় এবং এখনো তার সাথে ঘর সংসার করছে। তবে তার বিবাহের পরপরই আমার বড় ফুফু গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার নয় মাসের এক দুগ্ধপোষ্য মেয়েকে ছোট ফুফু সপ্তাহখানেক দুধ পান করান।

এখন মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার বড় ফুফুর ঐ মেয়ের সাথে ছোট ফুফুর দ্বিতীয় এই স্বামীর দুধ সম্পর্ক সাব্যস্ত হয়েছে কি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ছোট ফুফুর বর্তমান স্বামীর সাথে শিশুটির দুধ সম্পর্ক স্থাপিত হয়নি। কেননা আপনার ছোট ফুফুর বুকের দুধ আগের স্বামীর সূত্রে এসেছে। বর্তমান স্বামীর সূত্রে নয়। তাই আপনার ফুফুর তালাকদাতা পূর্বের স্বামীর সাথেই তার দুধ সম্পর্ক সাব্যস্ত হয়েছে। সে-ই তার দুধ-পিতা।

অবশ্য আপনার ফুফুর যেহেতু বর্তমান স্বামীর সাথে ঘর-সংসার হয়েছে, তাই তিনি মেয়েটির দুধ-পিতা না হলেও দুধ মায়ের স্বামী হিসেবে মাহরামের অন্তর্ভুক্ত।

* كتاب >الأصل< ৪/৩৬৯ : ولو أن امرأة طلقها زوجها أو مات عنها، فأرضعت صبيا بعد موت الرجل أو بعدما انقضت عدتها، فأسقت بذلك اللبن الذي كان من ذلك الرجل، فإنه يقوم في التحريم مقام لو لم يمت عنها ولا طلق حتى ينقطع ذلك اللبن. فإن تزوجت رجلا آخر بعدما مات عنها الأول أو طلقها، فأرضعت صبيا، كان اللبن من الأول.

* >شرح مختصر الكرخي< للقدوري ৪/২০৪ : ولا يحل له أن يتزوج بنت امرأته من الرضاع إن كان دخل بها.

শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৫/২৭৪; বাদায়েউস সানায়ে ৩/৪০৯; আলহাবিল কুদসী ১/৩৭৬; আলবাহরুর রায়েক ৩/২২৬; আলজাওহারাতুন নাইয়িরা ২/৩৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন