সুমাইয়া তাহেরা - পিরোজপুর
৬৬৮২. প্রশ্ন
আমাদের সমাজের প্রচলন এরকম যে, স্বামীরাই সাধারণত স্ত্রীদের সদাকাতুল ফিতর আদায় করে দেয়। তাই আমার স্বামীও আমার সদাকাতুল ফিতর আদায় করে থাকেন। বেশির ভাগ সময়ই আদায় করার আগে আমাকে তিনি সেটা জানান না।
উল্লেখ্য, আমার নিজেরও নেসাব পরিমাণ সম্পদ আছে এবং আমি যাকাতও আদায় করি। তাই আমার মনে খটকা লাগে যে, এভাবে আমার সদাকাতুল ফিতর আদায় হয় কি না?
হুজুরের নিকট জানতে চাই, এক্ষেত্রে স্বামী কি স্ত্রীর পক্ষ থেকে সদাকাতুল ফিতর আদায় করতে পারবে? স্ত্রীর অজান্তেই যদি স্বামী তার সদাকাতুল ফিতর আদায় করে দেয়, সেটা কি স্ত্রীর পক্ষ থেকে আদায় হবে?
উত্তর
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। কেননা স্ত্রীর পক্ষ থেকে স্বামী সদাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে তার জন্য স্ত্রীর অনুমতি নেওয়া জরুরি নয়; বরং স্ত্রীকে জানিয়ে আদায় করুক বা না জানিয়ে, সর্বাবস্থায় স্ত্রীর সদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে।
* >فتاوى قاضيخان< ১/২২৮ : وعن أبي يوسف رحمه الله تعالى إذا أدى عن زوجته أو عن أولاده جاز، وإن لم يؤمر بذلك؛ لأنه بمنزلة المأذون عنهم، وعليه الفتوى.
–আলমাবসূত, সারাখসী ৩/১০৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৫০; আলইখতিয়ার ১/৩৮৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩; আদ্দুররুল মুখতার ২/৩৬৩