রমযান ১৪৪৬ || মার্চ ২০২৫

সাজ্জাদুর রহমান - শেরপুর

৬৬৮১. প্রশ্ন

আমার কিছু জমিজমা আছে। নিজেই সেগুলোতে চাষাবাদ করি। গত বছর হালচাষের প্রয়োজনে দুইটা গরু ক্রয় করেছিলাম। ক্রয়ের সময়ই মনে মনে নিয়ত ছিল, ভালো দাম পেলে কুরবানীর সময় বিক্রি করে দেব। কিন্তু কুরবানীর সময় বিক্রি করতে পারিনি।

জানার বিষয় হল, পরবর্তীতে বিক্রি করার নিয়ত থাকার কারণে কি গরুগুলো ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত হয়ে গেছে? আমাকে কি এখন এগুলোর যাকাত আদায় করতে হবে?  

উত্তর

না, আপনাকে এ গরুগুলোর যাকাত আদায় করতে হবে না। কেননা আপনি সেগুলো কিনেছেন চাষাবাদের জন্য। চাষাবাদ বা অন্য কোনো প্রয়োজনে খরিদকৃত পশু/বস্তু ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করে দেওয়া উদ্দেশ্য থাকলেও তা ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত হয়ে যায় না।

* >عيون المسائل< ص ৩৩ : قال هشام : سألت محمدا عن رجل اشترى خادما للخدمة، وهو ينوي أن أصاب ربحا باع، هل فيها الزكاة؟ قال: لا، هكذا شراء للناس، إذا أصابوا ربحا باعوه.

আলমুহীতুল বুরহানী ৩/১৬৭; আলমুলতাকাত, পৃ. ৭৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮৩; আলবাহরুর রায়েক ২/২২৮; আদ্দুররুল মুখতার ২/২৭৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন