রমযান ১৪৪৬ || মার্চ ২০২৫

ইয়ামিন - হোমনা, কুমিল্লা

৬৬৮০. প্রশ্ন

আমি গ্রামে গিয়ে প্রতি বছর কম-বেশি যাকাত আদায় করি। আমার ভাতিজা এলাকার গরিবদের একটা তালিকা প্রস্তুত রাখে। আমি সে অনুযায়ী যাকাত দিই। এ বছরও তার প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী যাকাত আদায় করেছি। পরে জানতে পেরেছি যে, তালিকাতে এমন দুয়েকজন লোকও ছিল, যাদেরকে বাহ্যত গরিব মনে হলেও তারা যাকাত গ্রহণের অনুপযুক্ত।

হুজুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে আমার ওপর কি পুনরায় ঐ যাকাত আদায় করা জরুরি? গরিব মনে করে যাকাত গ্রহণের অনুপযুক্ত কাউকে যাকাত দিলে সেক্ষেত্রে কী করণীয়?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদেরকে যেহেতু আপনি দরিদ্র জেনেই যাকাত দিয়েছেন, তাই আপনার যাকাত আদায় হয়ে গেছে। তা পুনরায় আদায় করতে হবে না। কেননা কাউকে বাহ্যিক আলামতের ভিত্তিতে যাকাত গ্রহণের উপযুক্ত মনে করে যদি যাকাত প্রদান করা হয়, আর পরবর্তীতে জানা যায় যে, সে আসলে যাকাত গ্রহণের উপযুক্ত নয়, তাহলেও যাকাত আদায় হয়ে যায়। এক্ষেত্রে ঐ যাকাত পুনরায় আদায় করা জরুরি নয়।

আশআছ রাহ. বর্ণনা করেন

عَنِ الْحَسَنِ، فِي الرَّجُلِ يُعْطِي زَكَاتَهُ إلَى فَقِيرٍ، ثُمَّ يَتَبَيَّنُ لَهُ أَنَّهُ غَنِيٌّ، قَالَ : أَجْزَأَ عَنْهُ.

গরিব মনে করে কাউকে যাকাত দেওয়ার পর জানতে পারল যে, সে আসলে ধনী ছিল, এ ব্যাপারে হাসান বসরী রাহ. বলেন, তার যাকাত আদায় হয়ে গেছে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, বর্ণনা ১০৬৪৬)

তবে এমন ব্যক্তি যদি জানতে পারে যে, তা যাকাত ছিল, তাহলে সেক্ষেত্রে তার জন্য তা ভোগ করা জায়েয হবে না; বরং সম্ভব হলে তা যাকাতদাতার কাছে ফিরিয়ে দেবে। তখন যাকাতদাতা উপযুক্ত খাতে পুনরায় এ যাকাত আদায় করে দেবে। আর যদি তার জন্য যাকাতদাতার কাছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে যাকাতদাতার পক্ষ থেকে যাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে দেবে।

* >المبسوط< للسرخسي ৩/১২ : إن أعطاه غنيا، وهو لا يعلم بحاله، فإنه يجزئ إن وقع عنده أنه فقير، أو سأله فأعطاه، أو كان جالسا مع الفقراء، أو كان عليه زي الفقراء، ثم تبين أنه غني، جاز عند أبي حنيفة ومحمد رحمهما الله تعالى.

>فتح القدير< ২/২১৪ :  وهل يطيب للقابض إذا ظهر الحال، ولا رواية فيه، واختلف فيه، وعلى القول بأنه لا يطيب يتصدق به. وقيل: يرده على المعطي على وجه التمليك منه ليعيد الأداء.

শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৩৯৬; তুহফাতুল ফুকাহা ১/৩০৫আলমুজতাবা, যাহেদী ২/২২১, ২২৩; মি‘রাজুদ দিরায়া ২/৭৭৫; রদ্দুল মুহতার ২/৩৫২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন