রমযান ১৪৪৬ || মার্চ ২০২৫

মুকাররম হোসেন - নোয়াখালী

৬৬৭৮. প্রশ্ন

রমযানে রোযা অবস্থায় পুকুরে গোসল করছিলাম। তখন কানের ভেতর পানি চলে যায়। এ কারণে কি আমার রোযা ভেঙে গেছে? আমার জন্য কি সেদিনের রোযা কাযা করা আবশ্যক?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযা ভাঙেনি। তাই তা কাযা করতে হবে না। কেননা কানে পানি প্রবেশ করলে রোযা ভাঙে না।

অবশ্য কারো কানের পর্দা যদি ফাটা থাকে এবং তাতে তেল, পানি বা ঔষধ প্রবেশ করে এবং তা গলায় চলে যায়, তাহলে রোযা ভেঙে যাবে।

* >التجنيس والمزيد< ২/৩৭৮ : صائم اغتسل فدخل الماء أذنه، لا شيء عليه، وإن صب فيه متعمداً قالوا : عليه قضاء يومه. ... والمختار أنه لا شيء عليه في الوجهين.

আলহাবিল কুদসী ১/৩১৩; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৭; মি‘রাজুদ দিরায়া ২/৯২৮; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী ১০/২/৪৫৪ 

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন