তানভীর হাসান - সিরাজগঞ্জ
৬৬৭৭. প্রশ্ন
রমযানে রোযা অবস্থায় মসজিদে বসে কুরআন কারীম তিলাওয়াত করছিলাম। তখন গলার ভেতর একটা মশা চলে যায়। অনেক চেষ্টা করেও আর বের করতে পারিনি। এ কারণে কি আমার রোযা ভেঙে গেছে? আমার জন্য কি সেদিনের রোযা কাযা করা আবশ্যক?
উত্তর
না, প্রশ্নোক্ত কারণে আপনার রোযা ভাঙেনি। তাই তা কাযা করতে হবে না। কেননা গলার ভেতর মশা চলে গেলে রোযা ভাঙে না।
মুজাহিদ রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন–
عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذُّبَابُ، قَالَ : لاَ يُفْطِرُ.
(রোযা অবস্থায়) গলার ভেতর মাছি চলে গেলে এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, এ কারণে রোযা ভাঙবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৮৮৬)
* >خلاصة الفتاوى< ১/২৫৩ : لو دخل الذباب جوفه لم يضره.
–কিতাবুল আছল ২/২১৩; বাদায়েউস সানায়ে ২/২৩৮; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৯; আলজাওহারাতুন নাইয়িরা ১/১৭৮; আদ্দুররুল মুখতার ২/৩৯৫