রমযান ১৪৪৬ || মার্চ ২০২৫

মুসলিম উদ্দিন - দিনাজপুর

৬৬৭৩. প্রশ্ন

এক ব্যক্তি মসজিদে যোহর নামায পড়ছিল। তৃতীয় রাকাতে তার মনে পড়ল, ঐ দিনের ফজর নামায তার কাযা হয়েছে এবং তা পড়া হয়নি। এক্ষেত্রে লোকটির করণীয় কী?

উল্লেখ্য, ঐ ব্যক্তির যিম্মায় অন্য কোনো কাযা নামায নেই।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি ইমামের সঙ্গে নামাযটি পূর্ণ করে নেবে। এরপর এই ছুটে যাওয়া ফরয নামাযটি আদায় করবে। অতঃপর তাকে এই যোহর নামাযটি পুনরায় আদায় করে নিতে হবে। কেননা ওয়াক্তিয়া নামাযের মাঝে আগের ওয়াক্তের কাযার কথা স্মরণ হলে ফরয নামাযটি বাতিল হয়ে যায় এবং তা নফল হয়ে যায়। অতএব এরপর কাযা নামাযটি আদায় করে ওয়াক্তিয়া নামাযটি পুনরায় পড়া জরুরি।

আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন

مَنْ نَسِيَ صَلَاةً، فَذَكَرَهَا مَعَ الْإِمَامِ، فَلْيُصَلِّهِ مَعَهُ، ثُمَّ لِيُصَلِّ الَّتِي نَسِيَ، ثُمَّ لِيُصَلِّ الْأُخْرَى بَعْدَ ذَلِكَ.

অর্থাৎ কোনো ব্যক্তির কোনো নামায ছুটে গেল, এরপর ইমামের পেছনে (পরবর্তী নামাযে) তার ছুটে যাওয়া নামাযটির কথা মনে পড়ল, তাহলে সে ইমামের সঙ্গে নামায শেষ করবে। এরপর তার ছুটে যাওয়া নামাযটি আদায় করবে। অতঃপর (ইমামের পেছনে আদায়কৃত) নামাযটি পুনরায় পড়ে নেবে। (শরহু মাআনিল আছার, তাহাবী, হাদীস ২৬১৯)

* كتاب >الأصل< للشيباني ১/১২৯ : قلت: أرأيت إن كان في أول وقت الظهر، وقد نسي الفجر، فلم يذكرها حتى صلى الظهر، فلما فرغ من الظهر ذكر الفجر؟ قال: يصلي الفجر، وقد تمت الظهر. قلت: فإن ذكر ذلك، وقد بقيت عليه ركعة من الظهر؟ قال: الظهر فاسدة، وعليه أن يصلي الفجر، ثم يعيد الظهر.

সুনানে দারাকুতনী, বর্ণনা ৫৫৯; আলমাবসূত, সারাখসী ১/১৫৪; আলমুহীতুল বুরহানী ২/৩৪৭, ৩৫০; আলগায়া, সারুজী ৪/৪২১; মি‘রাজুদ দিরায়া ২/১২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন