মুহাম্মাদুল্লাহ - লালবাগ, ঢাকা
৬৬৭০. প্রশ্ন
আমার ছোটভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করি। সেখানে তার রক্তের বিশেষ এক ধরনের পরীক্ষার প্রয়োজন হয়। যার ব্যবস্থা সেই হাসপাতালে ছিল না। এজন্য তার রক্তের নমুনা অন্য একটি ল্যাবরেটরিতে নিয়ে যেতে হয়। পথেই যোহর নামাযের সময় হয়ে যাওয়ায় আমি পাশের একটি মসজিদে নামায আদায় করি। রক্তভর্তি সেই শিশিটি তখন আমার পকেটেই ছিল।
হুজুরের কাছে জানতে চাই, শিশিটি পকেটে নিয়ে নামায আদায় করা কি ঠিক হয়েছে? আমার সেদিনের নামায কি আদায় হয়েছে?
উত্তর
না, আপনার ঐ নামাযটি আদায় হয়নি। তা পুনরায় পড়ে নিতে হবে। কেননা নাপাকী শিশির ভেতর থাকলেও তা সাথে নিয়ে নামায আদায় সহীহ নয়।
*
>التجنيس والمزيد< ১/২৫৯ : رجل صلى وفي كمه قارورة، وفيها بول لا تجوز الصلاة معها، سواء كانت ممتلئة أو غير ممتلئة؛ لأن هذا ليس فى معدنه و مظانه.
–উয়ূনুল মাসায়িল, পৃ. ২৫; মুখতারাতুন নাওয়াযিল ১/১৭০; আলবেনায়াহ ১/২৮৮; শরহুল মুনইয়া, পৃ. ১৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২; আলবাহরুর রায়েক ১/২৬৭