শাবান ১৪৪৬ || ফেব্রুয়ারি ২০২৫

শাকের - নড়াইল

৬৬৬৮. প্রশ্ন

আমার বড় আপু আমাকে একটি মিশ্রধাতুর আংটি গিফট করেছেন। এতে নাকি রুপাও আছে। তাই আপু আমাকে তা ব্যবহার করতে বলছেন। পরে আমি তা নিয়ে জুয়েলারিতে যাই। তারা বলছে, এতে রুপা নেই। পুরোটাই অন্যান্য ধাতুর  (লোহা, দস্তা, কাঁসা ইত্যাদির) যা বাহির থেকে দেখতে রুপার মতো মনে হয়। হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমি কি তা ব্যবহার করতে পারব?

উত্তর

না, আংটিটি যেহেতু রুপার নয়, তাই আপনার জন্য তা ব্যবহার করা জায়েয হবে না। কেননা পুরুষের জন্য কেবল রুপার আংটি ব্যবহার করা জায়েয। সেটিও এক মিসকাল (৪.৩৭৪ গ্রাম)-এর কম। রুপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি ব্যবহার করা নিষেধ।

হাদীস শরীফে এসেছে, আমর ইবনুল আস রা. বলেন

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، فَأَعْرَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَلَمَّا رَأَى الرَّجُلُ كَرَاهِيَتَهُ ذَهَبَ فَأَلْقَى الْخَاتَمَ، وَأَخَذَ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَلَبِسَهُ، وَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: هَذَا شَرٌّ، هَذَا حِلْيَةُ أَهْلِ النَّارِ، فَرَجَعَ فَطَرَحَهُ، وَلَبِسَ خَاتَمًا مِنْ وَرِقٍ، فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল। তাকে স্বর্ণের আংটি পরিহিত দেখে নবীজী তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। ঐ ব্যক্তি যখন দেখল যে নবীজী তা অপছন্দ করছেন তখন গিয়ে সে ঐ আংটি খুলে ফেলল। পরে একটি লোহার আংটি বানালো এবং সেটি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল। তখন তিনি বললেন, এটা তো আরো মন্দ। এটা জাহান্নামীদের অলংকার। তখন সে লোহার এই আংটিও ফেলে দিল। এরপর সে একটি রুপার আংটি পরল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। (আল আদাবুল মুফরাদ, বুখারী, হাদীস ১০২১; মুসনাদে আহমাদ, হাদীস ৬৫১৮)

জামে তিরমিযীর বর্ণনায় এসেছে, বুরাইদা রা. থেকে বর্ণিত, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল

مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا.

আমি কীসের আংটি বানাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুপা দিয়ে বানাও। তবে এক মিসকাল পূর্ণ কর না। (জামে তিরমিযী, হাদীস ১৭৮৫)

অবশ্য অন্য ধাতুর আংটি যদি ওপরে রুপা দিয়ে এভাবে মোড়ানো থাকে যে, ভেতরের সেই ধাতু বাহির থেকে দৃশ্যমান হয় না, তবে তা ব্যবহার করা পুরুষের জন্য জায়েয আছে।

হাদীস শরীফে এসেছে, মুআইকীব রা. বলেন

كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حَدِيدٍ مَلْوِيٌّ عَلَيْهِ فِضَّةٌ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল রুপা দিয়ে মোড়ানো লোহার। (সুনানে আবু দাউদ, হাদীস ৪২২১)

* >بدائع الصنائع< ৪/৩১৬-৩১৭ : (ومنها) الفضة ... فيكره للرجال استعمالها في جميع ما يكره استعمال الذهب فيه إلا التختم به، إذا ضرب على صيغة ما يلبسه الرجال ولا يزيد على المثقال؛ لما روينا من حديث النعمان بن بشير رضي الله عنهما. ... وأما التختم بما سوى الذهب والفضة من الحديد والنحاس والصفر فمكروه للرجال والنساء جميعا؛ لأنه زي أهل النار لما روينا من الحديث.

আলজামিউস সাগীর, পৃ. ৪৭৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭০; আলমুহীতুর রাযাবী ৫/১৭; আলমুহীতুল বুরহানী ৮/৫০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৫; আদ্দুররুল মুখতার ৬/৩৫৯ 

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন