শাবান ১৪৪৬ || ফেব্রুয়ারি ২০২৫

মনিরুজ্জামান - যশোর

৬৬৬৫. প্রশ্ন

আমার বাড়ির পুকুরের চারপাশে বেশ কিছু খালি জায়গা আছে। এখন আমি এলাকার একজনকে কিছু পেঁপে গাছের চারা কিনে দিতে চাচ্ছি। সে পুকুরপাড়ে সেগুলো লাগাবে এবং পরিচর্যা ও যাবতীয় দেখাশোনা করবে। উৎপাদিত ফল উভয়ে অর্ধেক হারে ভাগ করে নেব।

জানার বিষয় হল, এভাবে চুক্তি করা কি বৈধ হবে?

উত্তর

প্রশ্নোক্ত চুক্তিটি সহীহ হওয়ার জন্য এর মেয়াদ নির্ধারণ করে নেওয়া জরুরি এবং এক্ষেত্রে কমপক্ষে এতটুকু পরিমাণ সময় নির্ধারণ করতে হবে, যে সময়ের মধ্যে সাধারণত ফল এসে তা উপযুক্ত হয়ে ওঠে।

এভাবে চুক্তিটি করলে তা সহীহ হবে। এরপর উভয় পক্ষের জন্য চুক্তি অনুযায়ী উৎপাদিত ফল দুইভাগে ভাগ করে নেওয়া বৈধ হবে।

* >المبسوط< للسرخسي ২৩/১০৩ : ولو دفع إلى رجل غراس شجر أو كرم أو نخل قد علق في الأرض، ولم يبلغ الثمر على أن يقوم عليه ويسقيه ويلقح نخله، فما خرج من ذلك فهو بينهما نصفان، فهذه معاملة فاسدة إلا أن يسمي سنين معلومة. ... ولو دفع إليه نخلا أو شجرا أو كرما معاملة أشهرا معلومة يعلم أنها لا تخرج ثمرة في تلك المدة، بأن دفعها أول الشتاء إلى أول الربيع،فهذا فاسد. ...ولو اشترطا وقتا قد يبلغ الثمر في تلك المدة وقد يتأخر عنها جاز.

আলমুহীতুল বুরহানী ১৮/৪১২; আলমুহীতুর রাযাবী ৬/২৮৩; জামিউর রুমূয ৩/২৭৬; আদ্দুররুল মুখতার ৬/২৮৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন