শাবান ১৪৪৬ || ফেব্রুয়ারি ২০২৫

ইসহাক খান - চান্দিনা, কুমিল্লা

৬৬৬৩. প্রশ্ন

আমাদের এলাকায় কয়েকটি আম বাগান আছে। কয়েক বছর ধরে আম কিছুটা বড় হলেই ব্যবসায়ীরা এসে বাগানের মালিকদের সাথে চুক্তি করে সব আম কিনে নেয়। এরপর বড় হয়ে পাকা পর্যন্ত তা গাছেই রেখে দেয়।

জানার বিষয় হল, এভাবে অপরিপক্ব আম ক্রয় করে তা বড় হওয়া পর্যন্ত গাছে রেখে দেওয়া কি বৈধ আছে? আর এক্ষেত্রে আম ক্রয়ের পর গাছে রেখে দেওয়ার কারণে বাগান মালিক অতিরিক্ত টাকা দাবি করতে পারবে কি?

উত্তর

গাছে আম আসার পর এর ক্রয়-বিক্রয় জায়েয আছে। তবে ক্রয়ের সময় আম বড় হওয়া পর্যন্ত কিংবা পরিপক্ব হওয়া পর্যন্ত গাছে রেখে দেওয়ার শর্ত করা যাবে না।

অবশ্য চুক্তির সময় এমন কোনো শর্ত না করে ক্রয়-বিক্রয় চুক্তি সম্পন্ন করার পর বিক্রেতার সম্মতিতে পরিপক্ব হওয়া পর্যন্ত বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তা গাছে রেখে দিতে পারবে। এতে অসুবিধা নেই। তবে এর জন্য বিক্রেতা অতিরিক্ত কিছু দাবি করতে পারবে না।

* >شرح مختصر الكرخي< ৩/১৪০ : قال أبو الحسن: بيع جميع الثمر الموجود في شجرة جائز، وكذلك سائر الغلات من الحنطة والشعير والسمسم إذا كان موجوداً، وإن كان قبل بدو صلاحها، إذا لم يشترط الترك، اشترط أخذ ذلك من وقته أو لم يشترط.

কিতাবুল আছল ২/৪১৯; বাদায়েউস সানায়ে ৪/৩৮৩; ফাতহুল কাদীর ৫/৪৯০; আলবাহরুর রায়েক ৫/৩০০; আদ্দুররুল মুখতার ৪/৫৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন