শাবান ১৪৪৬ || ফেব্রুয়ারি ২০২৫

ইউসুফ তাশফীন - চিটাগাংরোড, নারায়নগঞ্জ

৬৬৫৯. প্রশ্ন

আমার কাছে একজন বৃদ্ধ মানুষ কুরআন কারীম ও নামায শিখতে আসেন। আমি তাকে দুআয়ে কুনূত শেখানোর চেষ্টা করি। কিন্তু তিনি বার্ধক্যজনিত কারণে তা মুখস্থ করতে পারছেন না।

জানার বিষয় হল, এক্ষেত্রে তার কী করণীয়?

উত্তর

বিতির নামাযে দুআয়ে কুনূত পড়া ওয়াজিব। তবে প্রসিদ্ধ দুআটি

)اللّهُمَّ  إنَّا نَسْتَعِيْنُك(...

পড়া ওয়াজিব নয়; বরং তা পড়া সুন্নত। তাই যথাসম্ভব এ দুআটি পড়ারই চেষ্টা করবে। তবে দুআয়ে কুনূত হিসেবে যে কোনো দুআ-ইস্তিগফার পাঠ করলেও ওয়াজিব আদায় হয়ে যাবে।

ইবরাহীম নাখায়ী রাহ. বলেন

لَيْسَ فِي قُنُوتِ الْوِتْرِ شَيْءٌ مُوَقَّتٌ، إنَّمَا هُوَ دُعَاءٌ وَاسْتِغْفَارٌ.

বিতিরের কুনূতের জন্য বিশেষ কোনো দুআ নির্ধারিত নেই; বরং তাতে যে কোনো দুআ-ইস্তিগফার পড়া যায়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩০৩২৮)

অতএব, প্রসিদ্ধ এ দুআটি যদি কারো জানা না থাকে, তবে তিনি দুআ হিসাবে

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.

পড়তে পারেন। কিংবা তিনবার اَللّهُمَّ اغْفِرْلِيْ বা يَا رَبِّ-ও পড়ে নিতে পারেন।

এসব দুআ দ্বারাও ওয়াজিব আদায় হয়ে যাবে। তাই প্রশ্নোক্ত ব্যক্তিকে উপরোক্ত দুআ, ইস্তিগফারের বাক্য বা আরো কোনো সহজ বাক্য শিখিয়ে দিতে পারেন।

* >التجنيس والمزيد< ২/৮৮ : من لا يحسن الدعاء فى الوتر بالعربية، فإما أن يقول: ্রاللهم اغفر لناগ্ধ، ويكرر هذا ثلاث مرات أو أكثر، وهو اختيار الفقيه أبي الليث رحمة الله عليه. .. وإما أن يقول: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنةً... إلى آخره، وهذا اختيار مشايخنا رحمهم الله. قال رضى الله عنه: وذكر الصدر الشهيد حسام الدين رحمة الله عليه في غير هذا الكتاب أنه يقول: ্রيا ربগ্ধ ثلاث مرات، ونسبه إلى فتاوى أهل سمرقند.

কিতাবুল আছল ১/১৩৯; বাদায়েউস সানায়ে ১/৬১৪; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৭৪;

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন