আরিফুল ইসলাম - আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৬৬৫৭. প্রশ্ন
মুহতারাম, আমি একজন ইমাম। মাঝে মাঝে সিজদায় গেলে আমার রাকাত সংখ্যা স্মরণে থাকে না। সেক্ষেত্রে আমি তাকবীর বলার পর পেছনে থাকা মুসল্লীদের দিকে আড়চোখে খেয়াল করি। তারা বসে পড়লে আমিও বসে পড়ি আর তারা দাঁড়িয়ে গেলে আমিও দাঁড়িয়ে যাই।
হুযুরের কাছে জানতে চাই, এ কারণে আমার নামাযে কোনো সমস্যা হবে? এতে কি সাহু সিজদা ওয়াজিব হবে?
উত্তর
না, চেহারা কেবলামুখী রেখে শুধু আড়চোখে মুসল্লীদের ওঠা-বসা লক্ষ করে রাকাত সংখ্যা স্মরণ করলে নামাযের ক্ষতি হবে না এবং এ কারণে সাহু সিজদাও আবশ্যক হবে না।
তবে মনে রাখতে হবে, নামায পূর্ণ মনোযোগের সাথে আদায় করা কাম্য। বিশেষত ইমামের জন্য তা আরো বেশি গুরুত্বপূর্ণ। রাকাত সংখ্যা ভুলে যাওয়া এবং রাকাত সংখ্যা বোঝার জন্য পেছনে মুসল্লীদের দিকে খেয়াল করা অনুচিত কাজ। এমনটি যেন বারবার না হয় সেদিকে যত্নবান হওয়া উচিত।
* >الأجناس< للناطفي ১/১১৩ : وإن كان يصلي بالقوم، فلما صلى ركعتين وسجد للسجدة الثانية شك، فلا يدري هي الركعة الثانية أو الأولى، أو هي الرابعة؟ فلحظ إلى من خلفه على أنهم إن قاموا قام، وإن قعدوا قعد وتعمد لحظته لذلك، فلا بأس به، ولا سهو عليه.
–ফাতাওয়া খানিয়া ১/১২২; খিযানাতুল আকমাল ১/১৬০; আযযাখীরাতুল বুরহানিয়া ২/২৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; রদ্দুল মুহতার ২/৯৪