আনোয়ার শাহ - মুক্তাগাছা, ময়মনসিংহ
৬৬৫৬. প্রশ্ন
আমার দূর সম্পর্কের এক আত্মীয় মারা যান। জানাযার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছতে পৌঁছতে নামায আরম্ভ হয়ে যায়। তখন আমার ওযু ছিল না। আশেপাশে ওযু করার মতো পানিও ছিল না। পরে তাড়াতাড়ি তায়াম্মুম করে নামাযে শরীক হয়ে যাই।
হুযুরের কাছে জানতে চাই, আমার কাজটি কি ঠিক হয়েছে? আমার নামায কি আদায় হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে তায়াম্মুম করে জানাযার নামায আদায় করা সহীহ হয়েছে। কেননা, জানাযার নামাযের ক্ষেত্রে ওযু করতে গেলে নামায ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামায আদায় করে নেওয়ার সুযোগ আছে।
আতা রাহ. থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন–
إذَا خِفْتَ أَنْ تَفُوتَكَ الْجِنَازَةُ وَأَنْتَ عَلَى غَيْرِ وُضُوءٍ فَتَيَمَّمْ وَصَلِّ.
ওযু করতে গেলে যদি তোমার জানাযার নামায ছুটে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে তুমি তায়াম্মুম করেই জানাযা নামায পড়ে নাও। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫৮৬)
* >المبسوط< للسرخسي ১/১১৮ : قال (وتيمم لصلاة الجنازة في المصر إذا خاف فوتها) وكذلك لصلاة العيد عندنا.
–কিতাবুল আছল ১/৯৬; আলহাবিল কুদসী ১/১২৮; আততাজনীস ওয়াল মাযীদ ১/৩২২; আলমুহীতুল বুরহানী ১/৩১৭; আলবাহরুর রায়েক ১/১৫৭; রদ্দুল মুহতার ১/২৪১