শাবান ১৪৪৬ || ফেব্রুয়ারি ২০২৫

খালেদ সাইফুল্লাহ - মুগদা, ঢাকা

৬৬৫৫. প্রশ্ন

কিছুদিন আগে আমি বাসায় ওযু করে মসজিদে রওনা হই। বাসা থেকে বের হতেই আরেকজন মুসল্লির সাথে দেখা হয়। তিনি বলেন, আপনার পা গোড়ালির দিক দিয়ে শুকনো। অর্থাৎ ওযুর সময় ভেজেনি। আমি তাকিয়ে দেখি, আসলেই এই অংশটি ভেজেনি। তখন মসজিদে গিয়ে শুধু ঐ অংশটি ধুয়ে নামায আদায় করি।

প্রশ্ন হল, আমার জন্য কি পুনরায় ওযু করা আবশ্যক ছিল? শুধু সেই শুকনো অংশটি ধোয়ার দ্বারা কি আমার ওযু সম্পন্ন হয়েছে? সেই ওযু দ্বারা আদায়কৃত নামায কি সহীহ হয়েছে?

উত্তর

হাঁ, পরবর্তীতে শুধু গোড়ালির শুকনো অংশটি ধুয়ে নেওয়া ঠিক হয়েছে এবং এর দ্বারা আপনার ওযু সম্পন্ন হয়ে গেছে। অতএব ঐ ওযু দ্বারা আদায়কৃত নামাযও সহীহ হয়েছে। কেননা, ওযুতে যদি কোনো অঙ্গ শুকনো থেকে যায়, আর এর ভেতর ওযু ভঙ্গ হওয়ার কোনো কারণ সংঘটিত না হয়, তাহলে শুধু সেই অংশ ধুয়ে নেওয়াই যথেষ্ট। নতুন করে ওযু করা আবশ্যক নয়।

উবাইদ ইবনে উমাইর রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى رَجُلاً فِي رِجْلِهِ لُمْعَةٌ لَمْ يُصِبْهَا الْمَاءُ حِينَ يَطَّهَّرُ، فَقَالَ لَهُ عُمَرُ : بِهَذَا الْوُضُوءِ تَحْضُرُ الصَّلاَةَ؟! وَأَمَرَهُ أَنْ يَغْسِلَ اللُّمْعَةَ وَيُعِيدَ الصَّلاَةَ.

ওমর রা. একবার এক লোককে দেখতে পেলেন, ওযুতে তার পায়ের একটি অংশ শুকনো থেকে গেছে। তাকে বললেন, এমন অসম্পূর্ণ ওযু নিয়েই নামায পড়তে চলে এসেছ? তখন তিনি তাকে সেই শুকনো অংশটি ধুয়ে পুনরায় নামায পড়ার নির্দেশ দেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৪৯)

* كتاب >الأصل< للشيباني ১/২৪ : قلت: أرأيت رجلا توضأ فبدأ برجليه قبل ذراعيه أو بذراعيه قبل وجهه أو مسح رأسه قبل أن يغسل وجهه أو ترك بعض أعضائه حتى جف ما قد غسل أو فعل ذلك في غسله ثم غسل ما بقي؟ قال: يجزيه غسله، ووضوؤه تام.

মুখতাসারু ইখতিলাফিল উলামা ১/১৫৩; আলমাবসূত, সারাখসী ১/৫৬; আলজাওহারাতুন নাইয়িরা ১/৮; শরহুল মুনইয়া, পৃ. ৫০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন