খাইরুদ্দীন - মুহাম্মদপুর, ঢাকা
৬৬৫৪. প্রশ্ন
হুযুর, কিছুদিন আগে এক দুর্ঘটনায় আমার বাম হাতের কব্জির দিকে মারাত্মক জখম হয়। ডাক্তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে তাতে পানি লাগাতে নিষেধ করে দিয়েছেন। এ অবস্থায় আমি ওযু করব কীভাবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি বাম হাত ছাড়া অন্যান্য অঙ্গে পানি ব্যবহার করে স্বাভাবিক নিয়মেই ওযু করবেন। বাম হাতের ব্যান্ডেজের ওপর ভেজা হাত দ্বারা মাসেহ করবেন আর ব্যান্ডেজের অংশে পানি না লাগিয়ে অবশিষ্ট অংশ ধৌত করা সম্ভব হলে তা পানি দ্বারা ধুয়ে নেবেন। অন্যথায় যতটুকু অংশ ধোয়া সম্ভব তা ধৌত করবেন। অবশিষ্ট অংশ ভেজা হাতে মুছে নেবেন।
নাফে‘ রাহ. বর্ণনা করেন–
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ تَوَضَّأَ وَكَفُّهُ مَعْصُوبَةٌ فَمَسَحَ عَلَى الْعَصَائِبِ وَغَسَلَ سِوَى ذَلِكَ.
আবদুল্লাহ ইবনে ওমর রা. হাতের কব্জি ব্যান্ডেজ করা অবস্থায় ওযু করেন। তখন তিনি ব্যান্ডেজের ওপর মাসেহ করেন এবং অবশিষ্ট অংশ পানি দ্বারা ধৌত করেন। (সুনানে কুবরা, বায়হাকী ১/২২৮)
* >المبسوط< للسرخسي ১/১২২ : قال (وإذا كان به جدري أو جراحات في بعض جسده فإن كان محدثا فالمعتبر أعضاء الوضوء) فإن كان أكثره صحيحا فعليه الوضوء في الصحيح، وإن كان أكثره مجروحا فعليه التيمم دون غسل الصحيح منه.
–কিতাবুল আছল ১/৪২; ফাতাওয়া খানিয়া ১/৫৮; আলমুহীতুল বুরহানী ১/৩৬২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৮০, ৪২৫; আলবাহরুর রায়েক ১/১৮৮