রজব ১৪৪৬ || জানুয়ারি ২০২৫

আশরাফুজ্জামান - যশোর

৬৬৪৮. প্রশ্ন

আমাদের এলাকার মসজিদের জন্য যে চাঁদা কালেকশন করা হয় তা দিয়ে মাসিক খরচ মেটানোর পরও কিছু টাকা উদ্বৃত্ত থাকে। মসজিদ ফান্ডের এই টাকা দিয়ে কি সামাজিক বিভিন্ন কাজ যেমন, নলকূপ খনন, বৃক্ষরোপণ, গরীবকে সাহায্য প্রদান ইত্যাদি করা বৈধ হবে?

উত্তর

না, মসজিদ ফান্ডের উদ্বৃত্ত টাকা গরীবকে দান করা বা সমাজ-কল্যাণমূলক কাজে ব্যয় করা বৈধ হবে না। কেননা দাতাগণ টাকাগুলো মসজিদের উদ্দেশ্যেই দিয়ে থাকে। তাই তা কেবল মসজিদ ও মসজিদ সংশ্লিষ্ট প্রয়োজনেই ব্যবহার করা জরুরি। মসজিদের প্রয়োজনীয় খরচাদি নির্বাহের পর টাকা উদ্বৃত্ত থেকে গেলে তা মসজিদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য জমা রাখা যেতে পারে। মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করা যেতে পারে। মুসল্লি ও ইমাম, মুআযযিন, খাদেমদের সুবিধাদি বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু মসজিদ ও এতদসংশ্লিষ্ট খাত ভিন্ন অন্য ক্ষেত্রে ব্যয় করা যাবে না।

উল্লেখ্য, কোনো মসজিদের তহবিলে অনেক বেশি টাকা জমা হয়ে গেলে টাকা কমে আসার পূর্ব পর্যন্ত সেই মসজিদের জন্য নতুন করে অনুদান না নিয়ে দাতাদেরকে অন্য মসজিদে দান করতে বলবে।

 

* >المحيط البرهاني< ৯/১৩৮ : الفاضل من وقف المسجد هل يصرف إلى الفقراء؟ قيل: لا يصرف، وأنه صحيح، ولكن يشترى به مستغلا للمسجد.

ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৭৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৬৪; রদ্দুল মুহতার ৪/৪৯৫; ইলাউস সুনান ১৩/২০০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন