রজব ১৪৪৬ || জানুয়ারি ২০২৫

নাঈম আহমাদ - নারায়ণগঞ্জ

৬৬৩৫. প্রশ্ন

আমি মুকীম অবস্থায় পূর্ণ এক দিন মোজার ওপর মাসেহ করি। মাসেহের সময় শেষ হওয়ার পর আমি মোজা খুলে পুনরায় ওযু করি। তখন আমার এক বন্ধু বলে যে, তোমার তো ওযু ছিলই। আবার ওযু করার কী প্রয়োজন? মোজা খুলে শুধু পা ধুয়ে নেওয়াই তো যথেষ্ট।

হুজুরের কাছে জানতে চাই, আমার বন্ধুর কথা কি ঠিক? ওযু অবস্থায় মাসেহের সময় শেষ হয়ে গেলে কি মোজা খুলে শুধু পা ধুয়ে নিলেই যথেষ্ট হয়ে যায়?

উত্তর

হাঁ, ওই ব্যক্তি ঠিকই বলেছেন। ওযু থাকা অবস্থায় মোজার ওপর মাসেহের সময় শেষ হয়ে গেলে মোজা খুলে শুধু পা ধুয়ে নেওয়াই যথেষ্ট। এক্ষেত্রে পুনরায় ওযু করা আবশ্যক নয়। তবে পুনরায় ওযু করে নেওয়া উত্তম।

 

* >تحفة الفقهاء< /৮৮ : إذا انقضت مدة المسح يسقط ويجب عليه غسل القدمين دون الوضوء بكماله إن كان متوضئا، وإن كان محدثا يجب عليه الوضوء بكماله.

বাদায়েউস সানায়ে ১/৮৮; মুখতারাতুন নাওয়াযিল ১/২৩৩; তাবয়ীনুল হাকায়েক ১/১৪৯; ফাতহুল কাদীর ১/১৩৫; রদ্দুল মুহতার ১/২৭৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন