নিজামুদ্দীন - নোয়াখালী
৬৬২৪. প্রশ্ন
আমাদের এলাকার জনৈক মহিলার সাথে এক লোকের বিয়ে হয়। ঐ লোকের বাড়িতে ব্যবস্থাপনাগত কিছু সমস্যার কারণে সে তার স্ত্রীকে কখনো নিজ বাড়িতে আনতে পারেনি। তাই তার স্ত্রী যথারীতি পিত্রালয়েই অবস্থান করছে।
জানার বিষয় হল, এমতাবস্থায় উক্ত মহিলার ভরণ-পোষণ কি তার স্বামীর ওপর ওয়াজিব?
উত্তর
হাঁ, ঐ মহিলা তার পিত্রালয়ে থাকলেও স্বামীর ওপর তার ভরণ-পোষণ দেওয়া ওয়াজিব। কেননা এক্ষেত্রে স্বামীর বাড়িতে তার থাকার ব্যবস্থা না থাকার কারণে স্বামী নিজেই তাকে সেখানে রাখছে। স্বামী নিজ বাড়িতে রাখতে চাচ্ছে আর স্ত্রী তার হুকুম অমান্য করে সেখানে থাকছে— বিষয়টি এমন নয়।
* >الاختيار لتعليل المختار< ৩/২৭৮ : وإذا طالبته بالنفقة قبل أن يحولها إلى منزله وهي بالغة، فلها النفقة إذا لم يطالبها بالنقلة؛ لأن النقلة حقه والنفقة حقها، فلا يسقط حقها بتركه حقه، فإن طالبها بالنقلة فامتنعت فلا نفقة لها، إلا أن يكون بحق على ما بينا.
—আলমাবসূত, সারাখসী ৫/১৮৭; মুখতারাতুন নাওয়াযিল ২/১৯১; আলমুহীতুল বুরহানী ৪/২৭৪; আলবাহরুর রায়েক ৪/১৭৯; রদ্দুল মুহতার ৩/৫৭৫