জুমাদাল আখিরাহ ১৪৪৬ || ডিসেম্বর ২০২৪

সাইফুর রশীদ - যশোর

৬৬২৩. প্রশ্ন

আমি সৌদি প্রবাসী। চাকরির সুবাদে মক্কায় অবস্থান করি। সে হিসেবে আমি সেখানে মুকীম। আমার প্রশ্ন হল, মক্কায় এ ধরনের মুকীম ব্যক্তি হজ্বের মাসগুলোতে নফল উমরার ইহরাম করতে পারবে কি? এবং তানঈম ছাড়া অন্য কোনো হিল-এ গিয়ে ইহরাম করতে পারবে কি? দয়া করে দ্রুত জানালে ভালো হয়।

উত্তর

মক্কায় অবস্থানকারীর জন্য হজ্বের মাসগুলোতেও (হজ্বের পাঁচ দিন ছাড়া) উমরা আদায় করা জায়েয আছে। তবে এরপর তার জন্য এ বছর হজ্ব করা জায়েয হবে না। কেননা মক্কায় অবস্থানকারীর জন্য একই বছর হজ্বের মাসসমূহে হজ্ব-উমরা যে কোনো একটি আদায় করা জায়েয আছে। কিন্তু উভয়টি আদায় করা জায়েয নয়।

অতএব মক্কায় অবস্থানকারীর যে বছর হজ্ব করার নিয়ত থাকবে, সেই বছর হজ্বের মাসসমূহে সে উমরা করতে পারবে না; বরং শুধু হজ্ব আদায় করবে। আর তাদের জন্য উমরার ইহরাম হিল-এর যে কোনো এলাকা থেকেই করা জায়েয। তবে তানঈম থেকে করা উত্তম।

* >شرح مختصر الطحاوي< للإسبيجابي ২/৬৭২: ثم حاضروا المسجد الحرام ليس لهم التمتع والقران، وإنما لهم أن يفردوا الحج أو يفردوا العمرة.

আলমাসালিক ফিল মানাসিক ১/৬৮২; আলবাহরুর রায়েক ২/৩৬৬; আলমানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ২৭৪, ২৮৩; আলবাহরুল আমীক ৪/২০৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন