মিকদাদ উমায়ের - মহাখালী, ঢাকা
৬৬১৯. প্রশ্ন
মুহতারাম, আমাদের এলাকার এক শ্রদ্ধেয় মুরুব্বি ইন্তেকাল করেছেন। আমি তার জানাযায় শরীক হওয়ার জন্য যাই। কিন্তু আমি দূরে থাকতেই নামায শুরু হয়ে যায়। আমি দ্রুত গিয়ে যখন নামাযে শরীক হই তখন ইমাম দ্বিতীয় তাকবীর বলে ফেলেন। আমিও তাকবীর বলে হাত বাঁধি এবং দ্বিতীয় তাকবীরের দুআ অর্থাৎ দরূদ শরীফ পড়ি। এরপর স্বাভাবিকভাবে নামায পড়ে ইমামের সাথেই সালাম ফেরাই।
আমার এই নামায কি সহীহ হয়েছে? কেননা আমার তো তিন তাকবীর আদায় হয়েছে, চার তাকবীর আদায় হয়নি। এক্ষেত্রে আমার করণীয় কী ছিল, তাও জানতে চাচ্ছি।
উত্তর
না, আপনার উক্ত জানাযা নামায আদায় হয়নি। কেননা জানাযার চার তাকবীরের প্রত্যেক তাকবীর ফরয। এর একটি বলা না হলেও জানাযা নামায সহীহ হয় না।
এক্ষেত্রে আপনার করণীয় ছিল, ইমামের সাথে সালাম না ফিরিয়ে তখনই ছুটে যাওয়া তাকবীরটি আদায় করা, এরপর সালাম ফেরানো। এক্ষেত্রে এটিই নিয়ম। জানাযার নামাযে মাসবূক ইমামের সালামের পর সালাম না ফিরিয়ে খাটিয়া উঠিয়ে নেওয়ার আগে আগেই শুধু ছুটে যাওয়া তাকবীরগুলো বলে নেবে।
ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন—
إذَا فَاتَتْك تَكْبِيرَةٌ، أَوْ تَكْبِيرَتَانِ عَلَى الْجِنَازَةِ فَبَادِرْ فَكَبِّرْ مَا فَاتَكَ قَبْلَ أَنْ تُرْفَعَ.
জানাযার নামাযে যদি তোমার এক তাকবীর বা দুই তাকবীর ছুটে যায়, তাহলে জানাযা উঠিয়ে নেওয়ার আগেই তুমি দ্রুত তোমার ছুটে যাওয়া তাকবীর আদায় করে নাও। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১১৬০১)
তবে জানাযার নামাযের কোনো কাযা নেই। তাই আপনার উক্ত জানাযা নামায আদায় না হলেও এ বিষয়ে এখন আর করণীয় কিছু নেই। ভবিষ্যতে সতর্ক থাকবেন।
* >بدائع الصنائع< ২/৫৩ : ثم إذا سلم الإمام قضى ما عليه قبل أن ترفع الجنازة، ... ولأن كل تكبيرة من هذه الصلاة قائمة مقام ركعة، بدليل أنه لو ترك تكبيرة منها تفسد صلاته.
—আলমাবসূত, সারাখসী ২/৬৬; আলহাবিল কুদসী ১/২৬২; আলমুহীতুল বুরহানী ৩/৭৮,৭৯; তাবয়ীনুল হাকায়েক ১/৫৭৬; ফাতহুল কাদীর ২/৮৮; রদ্দুল মুহতার ২/২১৬