জুমাদাল আখিরাহ ১৪৪৬ || ডিসেম্বর ২০২৪

মুহাম্মদ খলীলুর রাহমান - মাদারীপুর

৬৬১২. প্রশ্ন

জামাতে নামায পড়তে গিয়ে চার রাকাত ফরয নামাযের শেষের এক রাকাত জামাতে পড়েছি। বাকি তিন রাকাত কীভাবে পড়ব? আর যদি শুধু শেষ বৈঠক পেয়ে থাকি তবেই বা কীভাবে বাকি নামায পড়ব?

 

উত্তর

চার রাকাত বিশিষ্ট নামাযে ইমামের সাথে শুধু এক রাকাত পেলে বাকি তিন রাকাত আদায়ের নিয়ম হল

ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়বেন এবং এর সাথে সূরা মেলাবেন। এরপর রুকু-সিজদা করে বৈঠক করবেন এবং তাশাহহুদ পড়বেন। অতঃপর দাঁড়িয়ে এ রাকাতেও সূরা ফাতেহা পড়বেন এবং এর সাথে সূরা মেলাবেন। এরপর রুকু-সিজদা করে বৈঠক না করে তৃতীয় রাকাতের (নামাযের শেষ রাকাত) জন্য দাঁড়িয়ে যাবেন। এবং এ রাকাতে শুধু সূরা ফাতেহা পাঠ করবেন; এর সাথে সূরা মেলাবেন না। এরপর স্বাভাবিক নিয়মে নামায শেষ করবেন।

আর যদি আপনি শেষ বৈঠকে এসে জামাতে শরীক হন, অর্থাৎ ইমামের সাথে কোনো রাকাতই না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইমামের সালামের পর দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মেই চার রাকাত আদায় করবেন। প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার সাথে সূরা মেলাবেন এবং দ্বিতীয় রাকাতের পর বৈঠক করবেন। আর শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়বেন এবং শেষ বৈঠক করে যথানিয়মে নামায শেষ করবেন।

* كتاب >الأصل< ১/২১৫ : قلت: فإن سبقه بثلاث ركعات؟ قال: يقرأ في الركعتين الأوليين فيما يقضي بفاتحة الكتاب وسورة في كل ركعة، ويقرأ في الأخيرة بفاتحة الكتاب.

* >خلاصة الفتاوى< ১/১৬৬: فعليه أن يقضي ركعة، ويقرأ فيها بالفاتحة وسورة، ويتشهد؛ لأنه يقضي آخر الصلاة في حق التشهد.

কিতাবুল আছল ১/২১৪; বাদায়েউস সানায়ে ১/৫৬৭; ফাতহুল কাদীর ১/৩৪০; আদ্দুররুল মুখতার ১/৫৯২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন