জুমাদাল উলা ১৪৪৬ || নভেম্বর ২০২৪

মীযানুর রহমান - যশোর

৬৬০৭. প্রশ্ন

আমি দোকান থেকে এক কেজি মিষ্টি কিনেছি। বাসায় আনার পর দেখলাম সেগুলো বাসি। স্বাদও পরিবর্তন হয়ে গেছে। তবে একেবারে খাওয়ার অযোগ্য ছিল না। সেখান থেকে আমরা কয়েকটা খেয়েছি। আর বাকিগুলো কাজের বুয়াকে দিয়ে দিয়েছি। প্রশ্ন হল, এক্ষেত্রে কি বিক্রেতা থেকে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ আছে?

উত্তর

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে মিষ্টিগুলো বাসি এবং স্বাদ পরিবর্তনের বিষয়টি জানা সত্ত্বেও যেহেতু আপনারা তা খেয়েছেন এবং অন্যকেও দিয়েছেন, তাই এখন আর বিক্রেতা থেকে এর ক্ষতিপূরণ দাবি করার সুযোগ নেই। মিষ্টিগুলো ফেরত দিতে চাইলে বাসি হয়ে গেছে বোঝার পর তা না খেয়ে ফেরত দেওয়ার সুযোগ ছিল। যেহেতু তা করা হয়নি, তাই বিক্রেতা থেকে এর ক্ষতিপূরণ নেওয়ার অধিকার বাতিল হয়ে গেছে।

* >البحر الرائق< ৬/৫৫ : ولا بد أيضا من أن لا يتناول منه شيئا بعد العلم بعيبه؛ لأنه لو كسره فذاقه ثم تناول منه شيئا، لم يرجع بنقصانه.

কিতাবুল আছল ২/৪৯১; বাদায়েউস সানায়ে ৪/৫৭০; তাবয়ীনুল হাকায়েক ৪/৩৪৭; ফাতহুল কাদীর ৬/১৮; রদ্দুল মুহতার ৫/২৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন