জুমাদাল উলা ১৪৪৬ || নভেম্বর ২০২৪

রুহুল আমিন - কেরানীগঞ্জ

৬৬০৩. প্রশ্ন

এলাকার একজন তার জরুরি কাজের জন্য আমার থেকে শাবল নিয়েছে। আমি তাকে বলেছি, পরের দিন ফেরত দিতে হবে। কিন্তু সে পরের দিন ফেরত দেয়নি। বরং আমাকে না জানিয়ে তার কাছে তিন দিন রেখে দিয়েছে। তিন দিন পর এসে আমাকে জানায়, ভাই, আমার আরো কিছু কাজ করার জন্য আপনার শাবলটি রেখে দিয়েছিলাম। কাজও প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু গত রাতে আমার সামানা রাখার ঘর থেকে আপনার শাবলসহ আমার কিছু সামানা চুরি হয়ে গেছে।

এখন হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি, তার থেকে আমার শাবলটি যে হারিয়ে গেল, শরীয়তের দৃষ্টিতে আমি কি তার থেকে ওই শাবলের জরিমানা নিতে পারব?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে শাবলটি পরের দিন ফেরত দেওয়ার শর্তে নেওয়ার পর আপনার অনুমতি ছাড়া ঐ দিনের পরও তা নিজের কাছে রেখে দেওয়া এবং ব্যবহার করা লোকটির জন্য ঠিক হয়নি। তাই এরপর সেটি তার কোনো অবহেলা ছাড়া হারিয়ে গেলেও তার থেকে আপনি শাবলটির বাজার-মূল্য ক্ষতিপূরণ হিসেবে নিতে পারবেন।

* >بدائع الصنائع< ৫/৩২২ :  لكنه يتقيد بالزمان، حتى لو مضى اليوم، ولم يردها على المالك، حتى هلكت يضمن.

কিতাবুল আছল ৮/৪৫০; আলমাবসূত, সারাখসী ১১/১৩৭; আলমুহীতুল বুরহানী ৮/৩৩১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/২১; রদ্দুল মুহতার ৫/৬৮৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন