লিটন - বাঘারপাড়া, যশোর
৬৬০০. প্রশ্ন
আমার মায়ের ইন্তেকালের পর আমার বাবা আরেকটি বিবাহ করেন। বর্তমানে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন এবং তার কোনো ইনকাম সোর্সও নেই। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন তার অন্যের খেদমতের প্রয়োজন হয়। চাকরির সুবাদে শহরে থাকার কারণে আমার পক্ষে গ্রামে থেকে তার খেদমত করাও সম্ভবপর নয়। সৎ মা-ই তার খেদমত করেন। বাবার খেদমতের জন্য আমি প্রতি মাসে কিছু টাকা পাঠাই। কিন্তু তিনি এ মাসে আমাকে বলেছেন, তুমি যে খরচ পাঠাও, তাতে একজনের খরচ হয়। তোমার মায়ের জন্যও খরচ পাঠাবে। জানার বিষয় হল, বাবার এ স্ত্রীর খরচাদি দেওয়াও কি আমার ওপর জরুরি?
উত্তর
সৎ মায়ের খরচাদি দেওয়া আবশ্যক নয়। সন্তানের দায়িত্ব হল, নিজ পিতা-মাতার খরচাদি দেওয়া। অসুস্থ বা বার্ধক্যের কারণে পিতা-মাতার খেদমতের প্রয়োজন হলে সেই ব্যবস্থাও সন্তানকে করতে হবে।
অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বৃদ্ধ বাবার যেহেতু অন্যের খেদমতের প্রয়োজন, আর আপনি নিজে কিংবা অন্য কাউকে তার খেদমতের জন্য নিযুক্ত করেননি; বরং আপনার সৎ মা-ই তার খেদমত আঞ্জাম দিচ্ছে। তাই সৎ মা হিসেবে তাকে ভরণ-পোষণ দেওয়া জরুরি না হলেও এক্ষেত্রে সে আপনার বাবার খেদমতকারী হিসেবে তার খরচাদি দেওয়া আপনার ওপর আবশ্যক।
* >بدائع الصنائع< ৩/৪৪৩ : ولا تجب على الابن نفقة منكوحة أبيه؛ لأنها أجنبية عنه، إلا أن يكون الأب محتاجا إلى من يخدمه، فحينئذ يجب عليه نفقة امرأته؛ لأنه يؤمر بخدمة الأب بنفسه أو بالأجير.
–শরহু কিতাবিন নাফাকাত, সদরুশ শাহীদ, পৃ. ৮৫; আলমুহীতুল বুরহানী ৪/৩৫১; ফাতাওয়া খানিয়া ১/৪৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৬৪; আলবাহরুর রায়েক ৪/২০৬; রদ্দুল মুহতার ৩/৬১৬