জুমাদাল উলা ১৪৪৬ || নভেম্বর ২০২৪

তাবাসসুম - নারায়ণগঞ্জ, ঢাকা

৬৫৯২. প্রশ্ন

গতকাল মাগরিবের পর নফল নামায পড়ছিলাম। নামাযে থাকা অবস্থায়ই আমার হায়েয শুরু হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে নামায ছেড়ে দেই। জানার বিষয় হল, পবিত্র হওয়ার পর কি এ নামাযটি কাযা করতে হবে?

উত্তর

হাঁ, পবিত্র হওয়ার পর উক্ত নফল নামাযটি আপনার কাযা করে নেওয়া জরুরি। কেননা, নফল নামায পড়া অবস্থায় হায়েয শুরু হয়ে গেলে পবিত্র হওয়ার পর এর কাযা করা আবশ্যক। তবে ফরয নামাযের হুকুম এর থেকে ভিন্ন। ফরয নামায শুরু করার পর হায়েয শুরু হয়ে গেলে পরবর্তীতে এর কাযা করা জরুরি নয়।

* >فتح القدير< ১/১৫২ : ومتى طرأ الحيض في أثناء الوقت سقطت تلك الصلاة، ولو بعد ما افتتحت الفرض، بخلاف ما لو طرأ وهي في التطوع، حيث يلزمها قضاء تلك الصلاة، هذا مذهب علمائنا.

আলমাবসূত, সারাখসী ২/১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; আলবাহরুর রায়েক ১/২০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আদ্দুররুল মুখতার ১/২৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন