রাশেদুল ইসলাম - পটিয়া, চট্টগ্রাম
৬৫৮৯. প্রশ্ন
বেশ কিছুদিন ধরে একটি বিষয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টি হল, কুরআন তিলাওয়াতের সময় কোথাও কোথাও আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়া হয়। যেমনÑ
مُحَمَّدٌ رَّسُولُ اللهِ.
তো জানার বিষয় হল, তিলাওয়াতের সময় কোনো আয়াতে এরকম আমাদের নবীর নাম পড়া হলে দরূদ পড়তে হবে কি না? নাকি তিলাওয়াতের সময় দরূদ পড়ার বিধান আদৌ নেই? তিলাওয়াতের মাঝে কারো থেকে শুনলে কী হুকুম? আশা করি জানাবেন।
উত্তর
যেসকল আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রয়েছে, তা তিলাওয়াত করলে বা অন্য কারো তিলাওয়াতে নবীজীর নাম মুবারক শুনলে এক্ষেত্রে দরূদ শরীফ পড়া জরুরি নয়। অবশ্য তিলাওয়াত শেষে চাইলে দরূদ শরীফ পড়ে নিতে পারে।
Ñউয়ূনুল মাসাইল, পৃ. ২২৩; আলমুলতাকাত, পৃ. ২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৬; রদ্দুল মুহতার ১/৫১৯