শাওয়াল-১৪৩২ || সেপ্টেম্বর-২০১১

মুহাম্মাদ আশরাফুজ্জামান - টাঙ্গাইল

২২৭৮. প্রশ্ন

রমযানে দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে?

উত্তর

না। স্বপ্নদোষের কারণে রোযা ভাঙ্গে না। হাদীসে আছে, আবু সাঈদ খুদরী রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্ত্ত রোযা ভঙ্গের কারণ নয়, বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।

সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন