শাহেদ - চাঁদপুর
৬৫৮৪. প্রশ্ন
একটা বিপদে আমি খুব পেরেশান ছিলাম। তখন আমি আল্লাহর নামে মান্নত করি যে, এ পেরেশানী থেকে মুক্ত হলে কয়েকটি রোযা রাখব। ঐ সময় নির্দিষ্ট কোনো সংখ্যা আমার মাথায় ছিল না। আলহামদু লিল্লাহ, আমার পেরেশানী দূর হয়ে গেছে। এখন আমার জন্য কয়টি রোযা রাখা জরুরি?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐভাবে মান্নত করার কারণে আপনার ওপর তিনটি রোযা রাখা আবশ্যক হয়েছে। কেননা, নির্দিষ্ট সংখ্যার নিয়ত না করে কয়েকটি রোযা রাখার মান্নত করলে অন্তত তিনটি রোযা রাখা আবশ্যক।
Ñকিতাবুল আছল ২/২১৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৩৫; আলবাহরুর রায়েক ২/২৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৯; আদ্দুররুল মুখতার ৩/৭৪২