আবুদ দারদা - মাইজদী, নোয়াখালী
৬৫৮২. প্রশ্ন
আমার ছেলের দুই বছর পূর্ণ হওয়ার আগেই একুশ মাস বয়সে তার দুধ পান বন্ধ করানো হয়। এর দুই মাস পর দুই বছর পূর্ণ হওয়ার আগেই তার চাচি বিদেশ থেকে আসলে আমার আম্মু তাকে তার চাচির দুধ পান করিয়ে দেন। ততদিনে সে অন্য খাবার গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু এই দুধ পান তার মায়ের দুধ পান বন্ধের এবং সে অন্য খাবারে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে হওয়ায় উভয়ের মাঝে দুধ সম্পর্ক স্থাপিত হয়েছে কি নাÑ এ নিয়ে আমরা সংশয়ে আছি। তাই মুহতারাম আমাদেরকে এবিষয়ে শরীয়তের সঠিক সমাধানটি জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
কোনো শিশু অন্য খাবারে অভ্যস্ত হয়ে যাওয়ার পরও দুই বছরের ভেতর কোনো নারীর দুধ পান করলে তার সাথে দুধ সম্পর্ক স্থাপিত হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ছেলে যেহেতু দুই বছরের ভেতর তার চাচির দুধ পান করেছে, তাই এর মাধ্যমে তাদের মাঝে দুধ-সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। শিশুটি তার উক্ত চাচির দুধ ছেলে এবং এ মহিলা তার দুধ মা গণ্য হবেন।
Ñ আলমাবসূত, সারাখসী ৫/১৩৭; বাদায়েউস সানায়ে ৩/৪০৪; আলমুহীতুল বুরহানী ৪/৯৭; আননাহরুল ফায়েক ২/৩০০; আদ্দুররুল মুখতার ৩/২১১