রবিউল আখির ১৪৪৬ || অক্টোবর ২০২৪

ইবরাহীম খলীল - কচুয়া, চাঁদপুর

৬৫৭৬. প্রশ্ন

একদিন যোহরের সুন্নতের শেষ বৈঠকে ভুলে তাশাহহুদ না পড়ে সূরা ফাতেহা পড়ে নিই। পরে স্মরণ হওয়ার পর তাশাহহুদ পড়ি। তখন দ্বিধায় পড়ে যাইÑ সাহু সিজদা দিতে হবে কি না। সতর্কতামূলক সাহু সিজদা দিয়ে দেই। প্রশ্ন হল, তাশাহহুদের স্থানে সূরা ফাতেহা পড়ে নেওয়ার কারণে কি আমার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সাহু সিজদা করা নিয়মসম্মতই হয়েছে। কেননা তাশাহহুদের আগে সূরা ফাতেহা পড়লে সাহু সিজদা করা ওয়াজিব। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু সাহু সিজদা করেছেন, তাই আপনার নামায আদায় হয়ে গেছে।

Ñআলহাবিল কুদসী ১/১৯১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; আযযাখিরাতুল বুরহানিয়া ২/২৬২; ফাতহুল কাদীর ১/৪৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন