রবিউল আখির ১৪৪৬ || অক্টোবর ২০২৪

হুমাইরা - সিরাজগঞ্জ

৬৫৭৫. প্রশ্ন

আমি আমার নানুবাড়ি পিরোজপুর এসেছি। মুসাফির হিসেবে কসর পড়ছি। কিন্তু একদিন একাকী এশার নামায পড়ার সময় ভুলে চার রাকাত পড়ে ফেলি।

হুযুরের নিকট জানতে চাই, আমি যে সফরের হালতে এশার নামায চার রাকাত পড়েছি, এতে কি কোনো সমস্যা হয়েছে? আমার উক্ত নামায আদায় হয়েছে, নাকি কাযা করে নিতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ঐ দিনের এশার নামায আদায় হয়ে গেছে। ভুলে চার রাকাত আদায় করে ফেলায় নামায নষ্ট হয়নি।

তবে মুসাফিরের জন্য কসর করাই নিয়ম। ইচ্ছাকৃত পুরো নামায পড়া যাবে না।

Ñকিতাবুল আছল ১/২৩৫; আলমাবসূত, সারাখসী ১/২৩৯; আলমুজতাবা, যাহেদী ১/৩৯৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন