রবিউল আখির ১৪৪৬ || অক্টোবর ২০২৪

সাফওয়ান সিদ্দীক - বগুড়া

৬৫৭১. প্রশ্ন

একদিন এশার নামায পড়ে বসে ছিলাম। হঠাৎ আমার পাশের মুসল্লির ওপর দৃষ্টি পড়ে। তিনি নামায পড়ছিলেন। দেখি যে তিনি কেবল কপালের ওপর সিজদা করে আছেন। তার নাক মাটি থেকে ওপরে। সিজদার পুরো সময় তিনি এভাবেই ছিলেন। নাক মাটিতে লাগাননি।

হুজুরের নিকট জানার বিষয় হল, মাটিতে নাক না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে কি সিজদা আদায় হবে?

উত্তর

জমিনে নাক না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে নামায আদায় হয়ে যাবে। তবে বিনা ওযরে নাক না লাগিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা মাকরূহ। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। সিজদা আদায়ের ক্ষেত্রে কপালের সাথে নাকও মাটিতে লাগিয়ে রাখা সুন্নত।

হাদীস শরীফে এসেছে, আবু হুমাইদ  সায়েদী রা. থেকে বর্ণিত, তিনি বলেনÑ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَجَدَ أَمْكَنَ أَنْفَه وَجَبْهَتَه مِنَ الأَرْضِ.

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তিনি নাক ও কপাল উভয়টি জমিনে লাগিয়ে রাখতেন। (জামে তিরমিযী, হাদীস ২৭০, সুনানে আবু দাউদ, হাদীস ৭৩৪)

Ñকিতাবুল আছল ১/১৪; বাদায়েউস সানায়ে ১/৪৯২; আলমুহীতুল বুরহানী ২/৮৩; আননাহরুল ফায়েক ১/২১৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন