আইনুল ইসলাম - চৌদ্দগ্রাম, কুমিল্লা
৬৫৭০. প্রশ্ন
একদিন যোহরের সময় মসজিদে পৌঁছতে দেরি হয়ে যায়। জামাত শুরু হয়ে যাওয়ায় আমি তাড়াহুড়া করে ওযু করে জামাতে শরীক হই। কিন্তু ওযুর সময় থুতনির নিচের অংশ ধুতে ভুলে যাই।
হুজুরের কাছে জানার বিষয় হল, থুতনির নিচের অংশ না ধোয়াতে কি আমার ওযুতে কোনো সমস্যা হয়েছে? এ ওযু দ্বারা আমি যে নামায পড়েছি, তা কি আদায় হয়েছে?
উত্তর
আপনার ওযু সহীহ হয়েছে। কেননা, ওযুতে থুতনির নিচের অংশ ধোয়া জরুরি নয়। অতএব এ ওযু দ্বারা আপনি যে নামায পড়েছেন, তা আদায় হয়ে গেছে।
Ñখুলাসাতুল ফাতাওয়া ১/২১; জামিউর রুমুয ১/২৪; আলবিনায়া ১/৬৩; রদ্দুল মুহতার ১/৯৬; আসসিআয়া ১/৪৬