রবিউল আখির ১৪৪৬ || অক্টোবর ২০২৪

খালেদ - চান্দিনা, কুমিল্লা

৬৫৬৯. প্রশ্ন

গতকাল আমি ডায়াবেটিস মাপাতে গেলাম। ডায়াবেটিস মাপানোর সময় গ্লুকোমিটারের কলম দিয়ে আঙুল থেকে সামান্য রক্ত বের করা হয়, যা গড়িয়ে পড়া পরিমাণ ছিল না। সেটা মেশিনে লাগানোর পর এর তেমন কিছু আঙুলে অবশিষ্ট ছিল না। পরে কাটা অংশটা আমি বৃদ্ধাঙ্গুলী দিয়ে ঘষে মুছে ফেলি। এরপর ঐ অবস্থাতেই পুনরায় ওযু না করে এবং হাত না ধুয়ে এশার নামায আদায় করি।

হুজুরের কাছে জানতে চাই, এভাবে রক্ত বের হওয়ার পরও পুনরায় ওযু না করে এবং হাতও না ধুয়ে নামায আদায় করা কি ঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আঙুল থেকে বের হওয়া রক্ত যেহেতু এতই অল্প ছিল যে, তা নিজ স্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ ছিল না, তাই এর কারণে ওযু নষ্ট হয়নি। অতএব এরপর পুনরায় ওযু না করে এবং হাতও না ধুয়ে আপনি যে নামায পড়েছেন তা আদায় হয়ে গেছে।

Ñকিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ২৩; কিতাবুল আছল ১/৪৪; শরহুল জামিইস সাগীর, কাযীখান ১/৩০; আলমুহীতুল বুরহানী ১/১৯৫; আলবাহরুর রায়েক ১/৩৩; আদ্দুররুল মুখতার ১/১৪০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন