রবিউল আউয়াল ১৪৪৬ || সেপ্টেম্বর ২০২৪

রাকীবুল ইসলাম - শিবচর, মাদারীপুর

৬৫৬৬. প্রশ্ন

প্রতিবেশী এক হিন্দু ছেলে এক্সিডেন্টে মারা গেছে। তার এ মৃত্যুতে তার বাবাকে সমবেদনা জানানো যাবে? জানানো গেলে কী বলে জানাব? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

অমুসলিমের মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানানো জায়েয আছে। আপনিও প্রতিবেশী হিন্দু ছেলেটির মৃত্যুতে তার শোকার্ত পিতাকে সমবেদনা জানাতে পারবেন। এক্ষেত্রে তাকে সান্ত্বনা দেবেন ও ধৈর্য ধারণের কথা বলবেন।

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৯৯৪৭; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ৪/২২৪৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৭০; আলবাহরুর রায়েক ৮/২০৪ ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন